Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

রুপকল্প ২০৪১ অনুযায়ী বাংলাদেশের কর্মসংস্থান কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বৈদেশিক কর্মসংস্থানের ওপর গুরুত্ব প্রদান করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর দেয়া লক্ষ্যমাত্রা অর্জনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি দেশের দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে।  সেই লক্ষ্যে এই প্রতিষ্ঠান বিগত কয়েক বৎসর যাবত বাংলাদেশের নৌ-প্রকৌশলখাত ও ব্লু-ইকোনোমিতে দক্ষ প্রযুক্তিবিদ গড়েতোলার জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের নীতিমালা ও পাঠ্যক্রম অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি মুন্সিগঞ্জ জেলার স্থানীয় জনগণের চাহিদার প্রেক্ষিতে এবং কারিগরী দক্ষতার উন্নয়নে বিভিন্ন ট্রেডে জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো’র (NTVQF) আওতায় RPL প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমের আওতায় ০৮টি ওয়ার্কশপ ও ৫টি ল্যাবের কার্যক্রম যথারীতি সুষ্ঠভাবে চলছে ও ওয়ার্কশপ সমূহে বরাদ্ধকৃত বাজেটের আওতায় স্বল্পপরিসরে নতুন নতুন প্রশিক্ষণ সরঞ্জাম সংযোজন ও পুরাতন সরঞ্জামাদি মেরামত করা হচ্ছে এবং কারিগরি শিক্ষার প্রচার প্রসারে কার্যক্রম অব্যহত রয়েছে। মুন্সিগঞ্জ জেলার বিদেশগমনেচ্ছু কর্মীদের তিনদিন মেয়াদী প্রাক-বহির্গমণ প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠ ও অধিকতর কার্যকরভাবে পরিচালনায় তথ্যপ্রযুক্তির সুবিধাসম্বলিত ডিজিটাল প্রশিক্ষণ সেল গড়ে তোলা হয়েছে। পাশাপাশি   স্বচ্ছ ও নিরাপদ এবং বৈধপথে বৈদেশিক কর্মসংস্থানের জন্য সচেতনতামূলক প্রচারণা অব্যহত রয়েছে। প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কার্যক্রমের নিরবিচ্ছিন্নতার কথা বিবেচনায় রেখে একটি আবাসিক ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসের সুব্যবস্থাসহ সাব-স্টেশন রয়েছে। স্বল্প পরিসরে হলেও লাইব্রেরীর কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানের নিরাপত্তায় রিয়েলটাইম সার্ভিলেন্স সিস্টেম এর ব্যবস্থা করা হয়েছে যা পরবর্তীতে আরো বিস্তৃত করা হবে। সৌন্দর্য বর্ধন ও পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বাগান ও বৃক্ষরোপন এর পাশাপাশি মাসিক পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালন করা হচ্ছে।